০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

কুলাউড়ায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২

কুলাউড়ায় অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২ - ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের সাথে সিএনজিচালিত-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ সংঘর্ষে আহত হয়েছে আরো দু’জন।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজিচালিত-অটোরিকশায় চালক মহরম মিয়া (৫০) ও অটোরিকশার যাত্রী লিয়াকত সরকার (৬০)। তারা দু’জনই টিলাগাঁও ইউনিয়নের বাসিন্দা। আহতরা হলেন কামরান মিয়া (৩৫) ও ছয়ফুল (৪২)।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে।

এ ঘটনায় মামলা দায়ের হবে বলেও জানান ওসি।


আরো সংবাদ



premium cement