হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৪

হবিগঞ্জ জেলার মাধবপুর ও সদর উপজেলার পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ও বিকেলে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের স্বপন মিয়ার মেয়ে ফাতেমা (৪) বাড়ির সবার অগোচরে পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরে পুকুরের পানি থেকে উদ্ধার করে স্বজনরা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একই উপজেলার ইঠাখোলা গ্রামের রুবেশ দেবনাথের মেয়ে নিলিমা দেবনাথ (২) পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত মেডিক্যাল অফিসার সঞ্জয় বনিক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে দেড় বছর বয়সী শিফা আক্তার নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা