মৌলভীবাজার সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার ৮
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ০৭ জুন ২০২৩, ১৮:০৮

মোলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করার দায়ে আটজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৭ জুন) তাদের কুলাউড়া থানায় সোপর্দ করলে আদালতে মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে পাঠায় পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মুরইছড়া বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) নায়েব সুবেদারের মো: দেলোয়ার হোসেন জানান, পূর্ব ফটিগুলি এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবির টহলদল তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন মো: আনারুল (৫২), আলম মণ্ডল (৫৮), মো: মামুন (২০), মো: খোরশেদ (৩৫), মো: জনি (৩০), মো: আমদাদ (৩৭), মো: পালো মালিথা (৪৫), মনির মুন্সি (৪৮)। তাদের বাড়ি কুষ্টিয়া ও বাগেরহাট জেলায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রতন কুমার দেবনাথ জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোর্পদ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা