সিলেটে মোটরসাইকেল-আরোহী নিহত
- সিলেট ব্যুরো
- ২২ মে ২০২৩, ২০:৫৪
সিলেটের বিশ্বনাথ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুরমান আলী ঝুমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ মে) দুপুরে উপজেলার জাহারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝুমন বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সত্তিশ নোয়াগাঁও গ্রামের মরহুম আনফর আলীর ছেলে।
নিহতের সত্যতা নয়া দিগন্তকে নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান।
পুলিশ জানায়, ছোট ভাই কাওছার আহমদের সাথে মোটরসাইকেলে বিশ্বনাথ পৌর শহরে যাচ্ছিলেন ঝুমন। জাহারগাঁও এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় পড়ে যান। এতে ঝুমন গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আর এ ঘটনায় আহত কাওছার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা