১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মৌলভীবাজারে গাছের সাথে ধাক্কা লেগে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ যোগাযোগ

লাউয়াছড়ায় উদয়ন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ - ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতরে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে ইঞ্জিনসহ দুটি বগি লাইচ্যুত হওয়ায় এ পযর্ন্ত সিলেটের সাথে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

উদয়ন এক্সপ্রেসের যাত্রী হোসাইন আহমদ বলেন, বিপজ্জনক অবস্থায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে গেছে। তবে কোনো হতাহতের হয়নি। লাউয়াছড়া বনের মাঝামাঝি জায়গায় এই ঘটনা ঘটে। এতে সিলেটগামী যাত্রীরা দুর্ভোগে পড়েন।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ভোর ৫টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। যতটুকু জানা গেছে, রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে রেল লাইনের উপর গাছ হেলে পড়ে ছিল। এ সময় উদয়ন এক্সপ্রেস এলে ট্রেনের বগির সাথে ধাক্কা লেগে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার পর কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসেছে যেটি উদ্ধার কাজ চালাচ্ছে, ঢাকা থেকেও আরেকটি রিলিফ ট্রেন উদ্ধার কাজে এসেছে। এ ঘটনার পর সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে কোনো হতাহতের খবর জানা যায়নি।


আরো সংবাদ



premium cement