শায়েস্তাগঞ্জে ২ লাখ টাকার চোরাই কাঠসহ আটক ৫
- শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা:
- ১৭ মে ২০২৩, ১০:১৮
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই লাখ টাকার চোরাই কাঠ বোঝাই দু’টি পিকআপসহ পাঁচজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে বন বিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসে হস্তান্তর করে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার হায়দর আলীর ছেলে আনজব আলী, একই উপজেলার ছাতিয়াইন এলাকার মকছুদ আলীর ছেলে সোহেল মিয়া, চুনারুঘাট উপজেলার সারেকোনা এলাকার আব্দুল মন্নানের ছেলে ইসাক মিয়া, বড়াইল এলাকার নুর উদ্দিনের ছেলে রাসেল মিয়া ও বাহুবল উপজেলার কল্যানপুর এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুল সালাম।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল। বাহুবল উপজেলার পুটিজুরি এলাকা থেকে দুটি ট্রাক যোগে মাধবপুর উপজেলার ছাতিয়াইনে পাচার করা করা হচ্ছিলো এসব কাঠ। এছাড়াও বেশ কিছু দিন আগে একই এলাকা থেকে পাচারের সময় আরো বেশ কিছু কাঠ উদ্ধার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা