কুলাউড়ায় রাস্তা থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ০১ এপ্রিল ২০২৩, ১৬:০৩

মৌলভীবাজারের কুলাউড়ায় আঞ্চলিক মহাসড়কের হলিছড়া চা বাগান এলাকায় হৃদয় ছত্রী (২৬) নামে এক ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া এলাকায় কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হৃদয় ছত্রী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কংকন ছত্রীর ছেলে। তিনি সিলেট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা।
জানা গেছে, কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল-আরোহীর রক্তাক্ত লাশ রাস্তার ওপরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে জানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো: সোলায়মান আহমদ জানান, ঘটনাটি কিভাবে ঘটেছে তা জানা যায়নি। তবে হৃদয় ছত্রী সিলেটের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন কর্মকর্তা। অফিসের কাজে তিনি কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেখান থেকে সিলেট ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস জানান, নিহতের স্বজনরা লাশ ময়নাতদন্ত ছাড়াই নেয়ার অনুরোধ করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা