২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জুড়ীর কন্টিনালা নদীতে পলো বাওয়া উৎসব

পলো বাইছেন সৌখিন ও পেশাদার মাছ শিকারীরা - ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারের জুড়ীতে পলো বাওয়া উৎসব শুরু হয়েছে। প্রতিবছরের এসময়ে নদীতে পলো বাওয়া উৎসব পালন করা হয়।

শনিবার জুড়ীর কন্টিনালা নদীতে দিনব্যাপী এ উৎসব পালিত হয়। সম্মিলিতভাবে পলো দিয়ে মাছ ধরার জন্য এ দিবসটি উৎসব আকারে পালিত হয়।

জানা গেছে, বছরের শীতের আগের সময় হেমন্তকাল মাছ ধরার মওসুম হিসেবে পরিচিত স্থানীয়দের কাছে। পেশাদার মাছ শিকারীরা বারোমাস মাছ ধরার কাজে নিয়োজিত থাকলেও সৌখিন শিকারীদের মাছ ধরার মোক্ষম সময় হেমন্ত ও শীতকাল।

কন্টিনালা নদীতে সকাল ১০টায় শুরু হয় পলো বাওয়া উৎসব। বড়শি, জাল ছাড়াও মাছ ধরার অন্যতম উপাদান হচ্ছে পলো। শত শত পেশাদার, সৌখিন ও প্রবাসী মাছ শিকারীরা পলো নিয়ে ঝাঁপিয়ে পড়েন নদীতে। কন্টিনালা সেতু থেকে শুরু করে রাবার ড্যাম পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে পলো দিয়ে মাছ ধরার মনোরম এই দৃশ্য উপভোগ করতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দুরান্তের হাজার হাজার আবাল-বৃদ্ধ নদীর তীরে ভিড় জমান। এ সময় সবার মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা-উৎসব আমেজ পরিলক্ষিত হয়।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অফিসার রতন কুমার অধিকারী, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা শুরু থেকে শেষ পর্যন্ত পলো বাওয়া উৎসব পর্যবেক্ষণ করেন।


আরো সংবাদ



premium cement