২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সিলেটে ২১ কোটি টাকার মাদক ধ্বংস

সিলেটের ১৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। - ছবি : সংগৃহীত

সিলেটে প্রায় ২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে গত দেড় বছরে এসব মাদক উদ্ধার করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেটের ১৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবির উপ-মহাপরিচালক ও জিএইচ এম সেলিম হাসান ধ্বংসকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোশাররফ হোসেন।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬৫ হাজার ছয় শ‘এক বোতল মদ, নয় হাজার পাঁচ শ‘৬৭ বোতল ফেনসিডিল, পাঁচ হাজার ৮৬ পিস ইয়াবা, বাংলা মদ (লুজ) এক শ‘৯৭ লিটার, ভারতীয় তামাক পাতা দুই শ‘৪৭ কেজি, গাঁজা ১৪ হাজার ছয় ৮২ কেজি, বিয়ারের ক্যান দুই হাজার দুই শ‘৩৭টি, ভারতীয় পাতার বিড়ি চার কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৮৫০ পিস, সিগারেট ১১ লাখ ৩০ হাজার ২০০ পিস।

বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার উপ-মহাপরিচালক সেলিম হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে আরো বলা হয়, ২০২১ সালের ১ মার্চ থেকে ২০২২ সালের ৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার টাকা।


আরো সংবাদ



premium cement
অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি

সকল