২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

হবিগঞ্জে কীটনাশক খেয়ে ২ ভাইয়ের মৃত্যু

হবিগঞ্জে কীটনাশক খেয়ে ২ ভাইয়ের মৃত্যু। - প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় রান্নাঘরে রাখা কীটনাশক খেয়ে মোবারক হোসেন (৩) ও আলী নুর হোসেন (৫) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (২০ নভেম্বর) সকালে হবিগঞ্জ শহরের নোয়াবাদ এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।


মোবারক ও আলী নুর বানিয়াচং উপজেলার ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে।

সূত্র জানায়, বাসার রান্না ঘরে আপন দু‘ভাই খেলা করার সময় ঝুঁড়িতে রাখা কীটনাশক খেয়ে ফেলে। পরে তাদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মোবারকে মৃত বলে ঘোষণা করেন। অন্য ভাই নুর চিকিৎসাধীন অবস্থায় আধা ঘণ্টা পরে মারা যায়।

মৃত শিশুদের বাবা আক্তার হোসেন বলেন, রান্নাঘরের মসলার ঝুঁড়িতে কীটনাশক রাখা ছিল। সেখান থেকে সকালে কেউ বের করে ভুলবশত নিচে রেখে দেয়। শিশুরা রান্নাঘরে খেলার ছলে কীটনাশক খেয়ে ফেলে। এরপর শিশুরা অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে মোবারক ও চিকিৎসাধীন অবস্থায় নুরের মৃত্যু হয়।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইউসুফ আলী দু‘শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, হাসপাতালে দুটি শিশু মারা গেছে বলে শুনেছি। তবে কী কারণে বা কী ভাবে মারা গেছে বিষয়টি স্পষ্ট করে কিছু বলতে পারছি না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু স্পেশাল অলিম্পিকে চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রশংসিত দেওয়ানগঞ্জের রবিন সব শিক্ষাপ্রতিষ্ঠান আরো ৭ দিন বন্ধ ঘোষণা থাই-মিয়ানমার সীমান্ত শহরের কাছে আবারো সংঘর্ষ শুরু : থাই সেনাবাহিনী পাঁচবিবিতে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গায় ১৪০তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো বার্বাডোস সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে : রিজভী কুষ্টিয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা আটক পাকিস্তানে একসাথে ৬ শিশুর জন্ম, সবাই সুস্থ ৪০ বছর ধরে মুসল্লিদের ফ্রি চা খাওয়ানো মদিনার সেই বৃদ্ধের ইন্তেকাল

সকল