২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সুনামগঞ্জে জোরপূর্বক কৃষকের গরু জবাইয়ের দায়ে লন্ডন প্রবাসী আ‘লীগ নেতা কারাগারে

সুনামগঞ্জে জোরপূর্বক কৃষকের গরু জবাইয়ের দায়ে লন্ডন প্রবাসী আ‘লীগ নেতা কারাগারে - ছবি : সংগৃহীত

ঢাকার পর এবার সুনামগঞ্জে এক অসহায় কৃষকের দুটি গরু জবাই করে খাওয়ার মামলায় লন্ডন প্রবাসী আওয়ামী লীগের নেতা সাবেক ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রাজা মিয়াসহ দু‘জনকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৬ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে শান্তিগঞ্জ থানা এলাকার পাথারিয়া গ্রামের পশ্চিমে নদীয়া কাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খালেদ চৌধুরী মামলা দায়ের ও জেল হাজতে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (৪ নভেম্বর) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের পশ্চিমের হাওর থেকে পুর্ব শত্রুতার জেরে এক অসহায় কৃষকের পাঁচটি গরু জোরপূর্বক বাড়িতে ধরে নিয়ে দুটি গরু জবাই করে খেয়ে ফেলেন লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা শামছুল ইসলাম রাজা মিয়া ও তার লোকজন। এ ঘটনায় গরুর মালিক শরীফ শামছুল ইসলাম রাজা মিয়াকে প্রধান আসামিসহ ১২ জনের নামে থানায় মামলা করেন। থানায় মামলা হওয়ার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে রাজা মিয়াসহ গ্রামের মৃত আব্দুল জুনুরের ছেলে ইমান আলীকে (৩৫ গ্রেফতার করে। রোববার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

ওসি খালেদ চৌধুরী বলেন, কৃষকের গরু জবাই করার পর থানায় মামলা করেন গরুর মালিক। মামলার এফআইআরভূক্ত আসামি লন্ডন প্রবাসী রাজা মিয়াসহ দু‘জনকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। বাকি তিনটি গরু উদ্ধারের চেষ্টা
অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গেল ইউনিয়ন পরিষদের নির্বাচনে শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে পরাজিত হন লন্ডন প্রবাসী আওয়ামী লীগের নেতা শামসুল ইসলাম রাজা মিয়া।


আরো সংবাদ



premium cement
আল-আকসায় কোনো ধরণের সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হলো তৃতীয় জুমআর জামাত ‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ

সকল