২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

১৬ মাস কারাভোগের পর আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতীয় যুবককে হস্তান্তর

১৬ মাস কারাভোগের পর আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতীয় যুবককে হস্তান্তর - ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে ১৬ মাস পর দেশে ফেরত পাঠানো হয়েছে।

রোববার দুপুরে বিজিবি ও বিএসএফ’র উপস্থিতিতে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ আগরতলা ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। ভারতীয় ওই নাগরিক হলো ত্রিপুরা রাজ্যের দক্ষিণ উনকোটি জেলার ইরানি থানার মাগুরআলী গ্রামের মো. আফরোজ আলীর ছেলে মো. তাজমুল হোসেন (৩২)।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সনের ২১ মে ভারতীয় নাগরিক তাজমুল হোসেন স্বজনদের দেখার জন্য মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ তাকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। ৬ মাস পর বিজ্ঞ আদালত তাকে ৩ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন। সাজা শেষে দুই দেশের সরকারি প্রক্রিয়া শেষে তাকে ফেরত পাঠানো হলো।
হস্তান্তরকালে উপস্থিত ছিলেন আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস, আখাউড়া থানার সাব ইন্সপেক্টর নিয়ামুল হোসাইন, বিজিবি আখাউড়া আইসিপির কোম্পানি কমান্ডার সুবেদার সাদিকুর রহমান, নায়েক মো. মোস্তাফিজুর রহমান, আগরতলার বটতলা থানার এসআই অভিজিত, আগরতলা ইমিগ্রেশন পুলিশের সহকারি পরিচালক ডি বড়ুয়া প্রমুখ।

আখাউড়া চেকপোস্টের সীমান্তের শূণ্য রেখায় তাজমুল হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের পূর্ব পুরুষেদের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। আমি আত্মীয় স্বজনকে দেখার জন্য বাংলাদেশে এসেছিলাম। বিজিবি আমাকে আটক করে পুলিশে দেয়। পুলিশ কোয়ারেন্টাইন করিয়ে মৌলভীবাজার জেল কারাগারে পাঠায়। সেখানে ৬ মাস থাকার পর আমাকে আদালতে উঠানো হয়। আদালত আমাকে ৩ দিনের সাজা দেয়। তারপর দেশে কাগজপত্র পাঠায়। আজকে দেশে ফিরে যেতে পেরে আমার খুব ভালো লাগছে।

 

 

 

 


আরো সংবাদ



premium cement
জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে

সকল