২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা : সিলেট সড়ক অবরোধ

শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা : সিলেট সড়ক অবরোধ - ছবি : নয়া দিগন্ত

বিভাগীয় শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে সিলেটের সকল সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।

জানা গেছে, ছয় দফা দাবি নিয়ে বিভিন্ন কর্মসূচি ও অবরোধ পালন করেন শ্রমিকেরা। পরে সিলেট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সিলেট সার্কিট হাউসে শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসেন।
ওই বৈঠকে শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বস্ত করা হয়। পরে তাদের দাবি না মেনে শ্রমিক নেতাদের আসামি করে মিথ্যা মামলা করা হলে শ্রমিক নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহারসহ সিলেটের কমিশনারকে প্রত্যাহার করা এবং তাদের ছয় দফা দাবি মেনে নেয়ার জন্য সিলেটের সকল সড়ক অবরোধ করে রাখেন তারা।

তাদের দাবি আদায়সহ শ্রমিক নেতাদর ওপর থেকে মামলা প্রত্যাহার করা, সিলেটের কমিশনারকে বদলি করা না হলে তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান শ্রমিকরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের সকল সড়কের উপর যানবাহন আটকে রেখে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। এতে করে গোলাপগঞ্জের সিলেট-জকিগঞ্জ, সিলেট-ঢাকাদক্ষিণ সড়কে শতশত যানবাহন আটকা পড়ে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ জনগণ। বিপাকে পড়েছেন আগত রোগীরা।

 


আরো সংবাদ



premium cement