সিলেটে নাশকতার মামলায় যুবদল নেতা মকসুদ রিমান্ডে
- সিলেট ব্যুরো
- ১৯ সেপ্টেম্বর ২০২২, ২০:২৬, আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৮

সিলেট যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবদুল মোমেন এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি জানান, পুলিশ আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে এক দিন রিমান্ড মঞ্জুর করে।
উল্লেখ্য, গত বুধবার ভোররাতে সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁওস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি টিম। ওই দিন বিকেলে তাকে কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালত পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা