১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

কুলাউড়ায় চা-শ্রমিকের ভুখা মিছিল

মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলা পরিষদ প্রাঙ্গণেন্যায্য মজুরির দাবি বাস্তবায়নের জন্য অবস্থান নেন ৬টি চা বাগানের শ্রমিকরা। - ছবি : নয়া দিগন্ত

সারা দেশের ন্যায় ন্যায্য মজুরির দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ার ছয়টি চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি, ভুখা মিছিল ও উপজেলা পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।

বুধবার বেলা ৩টার দিকে কুলাউড়া কালিটি, রাঙ্গিছড়া ও মুড়ইছড়াসহ ছয়টি চা বাগানের প্রায় সহস্রাধিক শ্রমিকরা ভুখা মিছিল নিয়ে সাত কিলোমিটার পায়ে হেঁটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে যান। সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান নিয়ে ৩০০ টাকা মজুরি দ্রত বাস্তবায়নের দাবি জানান।

শ্রমিকরা তাদের বক্তব্যে জানান, প্রতি বছর নতুন মজুরি বাস্তাবয়নের কথা থাকলেও ১৯ মাসেও নতুন মজুরি নির্ধারণ হয়নি। সরকার ও বাগান কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে এতদিন পার করেছেন। আমরা আন্দোলনে নেমেছি আমাদের ন্যায্য মজুরি ৩০০ টাকা বাস্তবায়নের। গত কয়েক দিনে শুধু আলোচনাই হয়েছে। আমাদের মজুরি বাস্তবায়ন হয়নি। আমরা আমাদের পরিশ্রমের ন্যায্য মজুরি চাই, আশ্রাস নয়। নাহলে এভাবে রাস্তায় বসে আমাদের দাবি আদায়ের আন্দোলন আরো কঠোরভাবে চালিয়ে যাবো।

চা শ্রমিক নেতা ও কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক স্বপন নাইডু বলেন, অবহেলিত এই চা শ্রমিকদের কষ্ট দুর্দশা কেউ বুঝতে পারবেন না, যদি স্বচোক্ষে না দেখেন। চা শ্রমিকরা এখনো ভূমির অধিকার পায়নি। ১২০ টাকা মজুরি আর সপ্তাহের কিছু রেশন পেয়ে কাজ করতে হয়। অনেক শ্রমিক সকালে পানি খেয়ে কাজে বের হন। ঘরে খাবার থাকে না।

এ সময় কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যন এ কে এম সফি আহমদ সলমান শ্রমিকদের আশ্বাস দিয়ে বলেন, শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের প্রতিনিধি হিসেবে সরকার ও বাগান কর্তৃপক্ষের ঊর্ধ্বতনদের দাবি জানিয়েছি। সরকার বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে আপনাদের ন্যায্য মজুরির দাবি বাস্তাবায়নে আলোচনা করছে। আপনারা ধর্য্য ধরুন।


আরো সংবাদ



premium cement
ঈদে সাধারণ মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবে : আইজিপি জলদস্যুদের কবলে পড়া জাহাজে অভিযানের প্রস্তুতি, দুই দস্যু আটক ভাঙ্গায় গৃহবধূর ৩ মেয়েসন্তান প্রসব, সাহায্যের আবেদন ব্যারিস্টার কাজলের মুক্তির দাবিতে বার কাউন্সিলের সামনে আইনজীবী সমাবেশ টাঙ্গাইলে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, ২ জনের যাবজ্জীবন কেনিয়ায় বাস দুর্ঘটনায় ১১ শিক্ষার্থী নিহত খুলনার ইঁদুর মারার বিদ্যুতের তারে জড়িয়ে বউ-শাশুড়ির মৃত্যু কুবিতে‘বেআইনিভাবে' ডিন নিয়োগের প্রতিবাদে সিন্ডিকেট সদস্যের পদত্যাগ জুলুম-নির্যাতন চালিয়ে সরকার ক্ষমতা ধরে রাখতে পারবে না : মির্জা ফখরুল গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলের নিষেধাজ্ঞা যুদ্ধাপরাধের শামিল : জাতিসঙ্ঘ সঙ্গীতশিল্পী খালিদকে বাবা-মায়ের পাশে গোপালগঞ্জে দাফন

সকল