১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

সিলেটে আবারো বাড়ছে পানি, অবনতি বন্যা পরিস্থিতির

সিলেটে আবারো বাড়ছে পানি, অবনতি বন্যা পরিস্থিতির - ফাইল ছবি

সিলেটে বুধবার সূর্যের দেখা মিলেনি। বৃষ্টি হচ্ছে মঙ্গলবার রাত থেকেই। ফলে আবার বাড়ছে সিলেটের নদ-নদীর পানি। এতে প্লাবিত এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড থেকে পাওয়া তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে এক সেন্টিমিটার বেড়েছে। এই সময়ে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বেড়েছে ২ সেন্টিমিটার। তবে অন্যান্য পয়েন্টে পানি কমেছে। এছাড়া সারি নদীর পানি ১০ সেন্টিমিটার ও লোভা নদীর পানি ৭ সেন্টিমিটার বেড়েছে। তবে কিছুটা কমেছে ধলাই নদীর পানি।

ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা মোশারফ হোসেন বলেন, মঙ্গলবার পানি কিছুটা কমেছিল। বৃষ্টিতে আজ সকালে আবার পানি বেড়ে গেছে। ফেঞ্চুগঞ্জ বাজারে এখনো হাঁটু পানি বলে জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপ সহকারী একেএম নিলয় পাশা বলেন, বৃষ্টির কারণে সিলেটে নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। বৃহস্পতিবারও বৃষ্টি থাকতে পারে বলে জানান তিনি।

সিলেট জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত সিলেটে ৩১৪টি আশ্রয়কেন্দ্র চালু আছে। এতে আশ্রিত আছেন ২২ হাজার ১৭৬ জন। ২৩৫টি পশুও আশ্রয়কেন্দ্রে রয়েছে।

বন্যার্তদের চিকিৎসায় জেলায় ১৪০টি মেডিক্যাল টিম ও পানি বিশুদ্ধকরণের জন্য ৪০টি মোবাইল টিম কাজ করছে।


আরো সংবাদ



premium cement