২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সিলেট বন্যাদুর্গতদের পাশে অ্যাসেব

সিলেট বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে অ্যাসেব। - ছবি : সংগৃহীত

সিলেটের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ফ্রিল্যান্সার কোচিং মালিকদের সংগঠন- অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন (অ্যাসেব)। সম্প্রতি গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারার নাগেশ্বরী নদীর তীরবর্তী এখলাছপুর, নুরজাহানপুর, কৃষ্ণপুর, কান্দিপাড়া ও হাকালুকি হাওড়ের অসহায় বানভাসি ৫০০ পরিবারের মধ্যে উপহার হিসেবে এই ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন অ্যাসেব’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মামুনুর রশিদ। অন্য প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসেব’র কেন্দ্রীয় নির্বাচন কমিশনার এস এম সাদিকুর রহমান, কেরানীগঞ্জ ইউনিটের সভাপতি মো: আল মামুন, বংশাল থানার সাধারণ সম্পাদক আমির আহমেদ রুমন, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইফুল খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হযরত আলী। সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক মো: শাহেদ আহমেদ রুহেলের সার্বিক সহযোগিতায় ত্রাণ কমিটি বন্যাদুর্গতদের হাতে ত্রাণ উপহার পৌঁছে দেন।

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মামুনুর রশিদ বলেন, ‘শত কষ্ট করার পরও বন্যাকবলিত অসহায় মানুষদের মাঝে ত্রাণ উপহার পৌঁছে দিতে পেরে আমরা খুবই আনন্দিত।’

অ্যাসেব’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: আকমল হোসেন ও সাধারণ সম্পাদক তামিমা এম মিতুয়া কৃতজ্ঞতা ও শুকরিয়া প্রকাশ করে বলেন, ‘আমাদের সকল কোচিং পরিচালক, শিক্ষার্থী, অভিভাবক, বন্ধু-বান্ধবসহ অন্য যারাই আমাদের এই মহৎ কাজে অর্থ ও শ্রম দিয়ে সাহায্য করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অ্যাসেবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।’


আরো সংবাদ



premium cement