২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

কুলাউড়ায় আঘাতে বাবার মৃত্যু, ছেলে গ্রেফতার

- ছবি : সংগৃহীত

কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে বখাটে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত হওয়ার ২৩ দিন পর বাবা তসিদ আলীর (৬৫) মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত বখাটে ছেলে রকিব হাসানকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ঘাতক ছেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, হাজিপুর ইউনিয়নের বিলের পার গ্রামে ২১ এপ্রিল পারিবারিক কলহের জেরে তসিদ আলীকে তার বখাটে ছেলে রকিব হাসান মারধর করেন। এ ঘটনায় তসিদ আলী থানায় মামলা করতে চাইলে রকিব লাঠি দিয়ে বাবা তসিদ আলীর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। কিন্তু বখাটে রকিব আহত বাবার চিকিৎসা করতে দেয়নি। আহত অবস্থায় বাড়িতে থাকতে থাকতে ১৪ মে শনিবার বিকেলে তিনি মারা যান।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ নিহতে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনার সাথে জড়িত রকিব হাসানকে গ্রেফতার করে থানা পুলিশ।

স্থানীয় লোকজন জানান, নিহত তসিদ আলীর দুটি সংসার রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ছেলে তসিদ আলী বখাটে। পরিবারের সদস্যদের উপর নির্যাতন ছিল তার প্রতিদিনের ঘটনা। এছাড়াও তার অত্যাচারে অতিষ্ঠ ছিল গ্রামের লোকজন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজমুল ইসলাম জানান, রোববার লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলে রকিব হাসানকে আদালতে নেয়া হয়েছে। নিহতে তসিদ আলীর প্রথম স্ত্রী আছকিরুন নেছা একটি হত্যা মামলা করেছেন।


আরো সংবাদ



premium cement