২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শ্রীমঙ্গলে চতুর্থবারের মতো মেয়র হলেন মধু

- ছবি : নয়া দিগন্ত

ইমিএম পদ্ধিতে চায়ের দেশ মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে মেয়র পদে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত সতন্ত্র প্রার্থী শিল্পপতি মহসিন মিয়া মধু।

তিনি নারিকেল গাছ প্রতীকে পাঁচ হাজার ৯৮৯ ভোট পেয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক পাঁচ হাজার ৫৩২ ভোট পেয়েছেন।

রোববার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলায় জেলা নির্বাচন অফিসার মো: আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল পৌরসভায় এইবার প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে মো: আলকাছ মিয়া, ২ নম্বর ওয়ার্ডে মো: আব্দুল জব্বার আজাদ, ৩ নম্বর ওয়ার্ডে মো: হানিফ চৌধুরী, ৫ নম্বর ওয়ার্ডে মসুদুর রহমান মসুদ, ৬ নম্বর ওয়ার্ডে কাজী আব্দুল করিম, ৭ নম্বর ওয়ার্ডে মীর এম এ সালাম, ৮ নম্বর ওয়ার্ডে মো: ছাদ উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডে চয়ান রায়, এছাড়া ৪ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মো: জাহাঙ্গীর আলম সোহাগ নির্বাচিত হন।

এছাড়া সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তানিয়া আক্তার, রোকেয়া পারভীন ও শারমিন জাহান।

উল্লেখ্য যে, সর্বশেষ ২০১১ সালে অনুষ্ঠিত হয়েছিল শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন। এরপর মেয়াদ শেষ হলেও আইনি জটিলতায় নির্বাচন হয়নি।


আরো সংবাদ



premium cement