২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নিজ দলের ক্যাডারদের হাতে ছাত্রলীগ কর্মী খুন : হয়নি মামলা, নেই গ্রেফতার

নিজ দলের ক্যাডারদের হাতে ছাত্রলীগ কর্মী খুন : হয়নি মামলা, নেই গ্রেফতার -

সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে নিজ দলের ক্যাডারদের হাতে ছাত্রলীগ কর্মী আরিফুল ইসলাম রাহাত খুনের ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার এ তথ্যটি জানান।

তিনি বলেন, রাহাত হত্যার কিলিং মিশনে দু’জন অংশ নেন। তাদেরকে চিহ্নিত করা হয়েছে। নাম জানতে চাইলে তিনি নাম প্রকাশ করতে রাজি হননি।

সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, চিহ্নিত দুজনের একজন হলেন দক্ষিণ সুরমার মোগলাবাজার থানা এলাকার সিলাম পশ্চিম পাড়ার আব্দুস সালামের ছেলে সামসুদ্দোহা সাদী (২০), অপরজন একই এলাকার জামাল মিয়ার ছেলে তানভীর আহমদ (১৯)। এর মধ্যে সাদী দক্ষিণ সুরমা কলেজের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ও সিলেট ছাত্রলীগের কাশ্মীর গ্রুপের কর্মী বলে জানা গেছে। এদিকে ঘটনার পর সাদী ও তানভীর গা ঢাকা দিয়েছে। পুলিশ প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান চিহ্নিত করতে কাজ করছে।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আরিফুল ইসলাম রাহাত (১৮) ও চাচাতো ভাই রাফি প্রাইভেটে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে রাহাত চাচাতো ভাইকে দক্ষিণ সুরমা কলেজের গেটে রেখে এক বন্ধুর সাথে দেখা করতে কলেজ ক্যাম্পাসে যান। দুপুর সোয়া ১২টার কাজ শেষে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় কলেজের মূল গেট থেকে ২০-২৫ গজ ভেতরে সাদী ও তানভীর সিলভার রঙ্গের একটি মোটরসাইকেলযোগে পেছন থেকে এসে রাহাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রাহাতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাহাত দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর ছেলে ও দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র।

দেখুন:

আরো সংবাদ



premium cement
গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ছেলে হারা মা সাথিয়ার কান্না যেন থামছেই না বৃষ্টির জন্য নারায়ণগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় প্রবাসী স্ত্রী থেকে প্রতারণার মাধ্যেমে দেড় লাখ টাকা চাঁদা আদায়, ছাত্রলীগ নেতাকে শোকজ কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট আশ্রয় নিলেন মিয়ানমারের আরো ৪৬ বিজিপি সদস্য উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা কক্সবাজারে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

সকল