২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সুনামগঞ্জে ছাত্রী ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

- প্রতীকী ছবি

সুনামগঞ্জের সদর উপজেলার খাইয়ার গাঁও এলাকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অপরাধে একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার খাইয়ারগাঁও এলাকার বাবুল মিয়া।

বুধবার বিকেলে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: জাকির হোসেন এ রায়ের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার ভিকটিম কাইয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী। ২০০২ সালে ১ আগস্ট রাতে আসামি বাবুল মিয়া ভিকটিমের ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে ভিকটিমকে জোরপূরর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকারে তার বাবা ও মা ঘুম থেকে উঠে আসামিকে হাতেনাতে ধরে ফেলেন। ঘটনা জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে আসামিকে নিয়ে যান। পরে বিচার না পেয়ে এজাহারকারী থানায় গিয়ে মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে ২০০২ সালের ৩ অক্টোবর অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘদিন বিচারকার্য শেষে আদালত অভিযুক্ত বাবুল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।
জরিমানার টাকা ভিকটিম ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত হবে বলে আদেশে বলা হয়। সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) নান্টু রায় এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement