২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯

সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯ -

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুজন মারা গেছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪.৩৭ ভাগ। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে এমন তথ্য।

তারা জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় ২ জন করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৮ জন।

এর মধ্যে ওসমানীতে ১১৫ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৫৭ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ২৮ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের চারজন, মৌলভীবাজারের ছয়জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন।

৮৯৩ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৪.৩৭ ভাগ। এর আগের ২৪ ঘণ্টায় ৫৫ জন শনাক্ত হয়েছিলেন।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৩৭৭ জন। এর মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৭ হাজার ৭৮৩ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৪৭৬ জন। সুনামগঞ্জের ৬ হাজার ২২৮ জন, মৌলভীবাজারের ৮ হাজার ৬২ জন ও হবিগঞ্জের ৬ হাজার ৬১১ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৭১৪ জন।

তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯৩ জন করোনা রোগী ভর্তি আছেন।

দেখুন:

আরো সংবাদ



premium cement