২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

-

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে রেকর্ড ১৭ জনের মৃত্যু হয়েছে। বিভাগে করোনায় একদিনে এতো মৃত্যু এর আগে দেখা যায়নি। সর্বশেষ গত সোমবার একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছিল। এনিয়ে বিভাগে মোট মৃত্যু ৬৫৫ জনে দাঁড়িয়েছে।

বুধবার সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ সব তথ্য জানানো হয়েছে।

এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭৩৬ জনের শরীরে। শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ। এক দিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড। এর আগে মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭০৮ জন শনাক্ত হয়েছিলেন।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৪১ জন, সুনামগঞ্জের ১১৬, মৌলভীবাজারের ২২৫ ও হবিগঞ্জের ৫৪ জন রয়েছেন।

সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৩৭ হাজার ৬৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ৮৭৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৩২২, মৌলভীবাজারে ৫ হাজার ১০৭ ও হবিগঞ্জে ৪ হাজার ৩৪৭ জন শনাক্ত হয়েছেন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: হিমাংশু লাল রায় জানান, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৫৪ জন করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ২৯ হাজার ৫৭৪ জন।

তিনি জানান, বর্তমানে সিলেটে ৩৮৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, সব মিলিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৫ জন। তার মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫২২ জন মারা গেছেন। সুনামগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ৫৫ ও হবিগঞ্জে ৩০ জনের মৃত্যু হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement