১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, বিচার চাইলেন এলাকাবাসী

মানববন্ধনে বীর মুক্তিযুদ্ধা ও এলাকাবাসী - ছবি নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর সন্ত্রাসী হামলার বিচার চেয়েছে এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা।

শুক্রবার বিকেলে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও বাজারে শতাধিক মুক্তিযোদ্ধা ও সহস্রাধিক এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মানববন্ধনে হামালার বিচার চেয়েছেন বক্তারা।

রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা রউজ আলী, সাবেক চেয়ারম্যান আমির আলী, মুক্তিযোদ্ধা আলখাছ উদ্দিন, উপজেলা কমান্ডারের সাবেক ক্রিড়া ও সাংকৃতিক সম্পাদক জালাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেম্বার হাসান আলী, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সুনামগঞ্জ জেলা সভাপতি সোহেল আহমদ বাবু, মুক্তিযোদ্ধা মিজান মিয়া, সাইফুল মিয়াসহ এলাকাবাসী।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, বীর মুক্তিযুদ্ধা আলখাছ উদ্দিনের ছেলে খায়রুল হোসেন, বাতিজা গণিকে শুক্রবার দুপুরে কলাগাঁও পশ্চিম পাড়ে বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়ে গুরুতর আহত করে আবুল মিয়া, চাঁন মিয়া, নজরুল মিয়াসহ তারদের সহযোগীরা। তারা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। চাঁদাবাজিও করছে। তারা মুক্তিযুদ্ধা ও তাদের পরিবারকে বিভিন্ন ভাবে হয়রানী করেছে।

বক্তারা তাদের কঠোরভাবে দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি প্রতি আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement