১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
টাস্ক ফোর্সের অভিযান

তাহিরপুরে যাদুকাটা নদীতে ৮৫ লাখ টাকার বালি-পাথর নিলামে বিক্রি

-

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীর তীরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তোলা ৪০ হাজার ঘনফুট বালি ও ৫৫ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে টাস্ক ফোর্স।

শনিবার সারা দিন অভিযানে জব্দ করা পাথর ও বালি নিলামে তোলা হলে স্থানীয়রা এতে অংশ নেন। দুপুর থেকে টাস্কফোর্সের এ অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

টাস্কফোর্সের অভিযানের সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল
লতিফ তরফদার, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোহাম্মদ আব্দুর রহিম, গণমাধ্যমকর্মী ও স্থানীয়রা।

জানা যায়, উপজেলার যাদুকাটা নদীতে দুপুর ১২টা থেকে শুরু হওয়া টাস্কফোর্সের অভিযান সন্ধ্যা ৬টায় জব্দকৃত বালি-পাথর নিলামে বিক্রির মধ্যদিয়ে শেষ হয়। পরে নিলাম ডেকে প্রায় ৮৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। নিলামে অংশ নিয়ে ৭৫ লাখ ২৬ হাজার ৭৫০ টাকায় ৫৫ হাজার ঘনফুট পাথর নিলাম পেয়েছেন ডালিম হোসেন। ৪০ হাজার ঘনফুট বালু ১০ লাখ ১২ হাজার টাকায় নিলাম পেয়েছেন ইকবাল হোসেন। সরকারি ভ্যাট ও ট্যাক্সসহ পাথরের মূল্য আসে ৭৫ লাখ ২৬ হাজার ৭৫০ টাকা এবং বালি ১০ লাখ, ১২ হাজার টাকা। নিলামকৃত বালি পাথরের মোট মূল্য আসে ৮৫ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, যাদুকাটা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তোলা বালি পাথর টাস্কফোর্স অভিযান চালিয়ে জব্দ করে। পরে তা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

উল্লেখ্য, যাদুকাটা নদীতে বালু ও পাথর তোলা সরকার নিষিদ্ধ ঘোষণার পরও একটি শক্তিশালী সিন্ডিকেট কোয়ারি খনন করে বালু পাথর তুলে আসছে। এই বালু ও পাথর তোলার ছবি তুলতে গেলে সম্প্রতি তাদের হাতে লাঞ্ছিত হন স্থানীয় সাংবাদিক কামাল হোসেন।


আরো সংবাদ



premium cement