২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বানিয়াচংয়ে হাঁস চড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

বানিয়াচংয়ে হাঁস চড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক - ছবি- সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাঁস চড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ ও হতাহত হয়।

ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার প্রথমরেখ গ্রামের।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই গ্রামের ছবিল মিয়ার কয়েকটি হাঁস তার মামাতো ভাই জাকির মিয়ার বাড়িতে যাওয়া ও বাধা দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। তাদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীর ছোট হোসেন আহমদ (৬৩) গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

থানা পুলিশ ও এলাকাবাসীর মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বানিয়াচং থানা সূত্র নিহতের তথ্য নিশ্চিত করেছে।


আরো সংবাদ



premium cement