১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শায়েস্তাগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত ৩০

শায়েস্তাগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত ৩০ -

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার কেশবপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, উপজেলার কেশবপুর গ্রামের আবু আলী চৌধুরীর ছেলে দুলাল মিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে একই গ্রামের জারুল মিয়ার ছেলে রুবেল মিয়ার দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে কেশবপুর বাজারে একটি চায়ের দোকানে দুলাল মিয়া ও রুবেল মিয়া চা খাচ্ছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর দুপুরের দিকে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

তিনি আরো বলেন, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মুরুব্বিদের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় দুলাল মিয়া (৪০), শামীম মিয়া (২৭), কামাল মিয়া (৩১), হেলাল মিয়া (৩৮), আওয়াল মিয়া (৫০), আব্দুল হাই চৌধুরী (৫৫), কছরু মিয়া (৩০), শাকিল মিয়া (২২), রুবেল মিয়া (৩২), রুয়েল মিয়া (২৩), কুদ্দুস মিয়া (৩২), কাউছার মিয়া (৪০), আব্দুল হাই (৩৬) ও হাসিম মিয়াকে (২৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়া হয়েছে।

বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement