১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শায়েস্তাগঞ্জে নিষেধাজ্ঞা না মানায় ৩ মাইক্রোচালককে জরিমানা

-

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা না মেনে যাত্রী পরিবহন করায় তিন মাইক্রোচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এতে তিনটি মামলায় ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজীব কুমার পুরকায়স্থ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় সরকারি নিষেধাজ্ঞা না মেনে যাত্রী পরিবহন করার অপরাধে তিন মাইক্রোচালককে ‘সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন), ২০১৮-এর-২৪(২)-ধারায় তিনটি মামলায় ছয় হাজার টাকা জরিমানা করেন।

হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার পুরকায়স্থ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের কারণে সরকার লকডাউন ঘোষণা করেছে। গণপরিবহন বন্ধ রাখা হয়েছে তারপরও তারা যাত্রী পরিবহন করছে। তাই সরকারি আইন অমান্য করায় তাদেরকে জরিমানা করা হয়েছে


আরো সংবাদ



premium cement