২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলো জকিগঞ্জের ৭৮ শিশু-কিশোর

সাইকেলসহ নানা পুরস্কার পেলো জকিগঞ্জের ৭৮ জন শিশু-কিশোর। - ছবি : নয়া দিগন্ত

টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে সাইকেলসহ নানা পুরস্কার পেলো জকিগঞ্জের ৭৮ জন শিশু-কিশোর।

শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিল উম্মতে মোহাম্মদি সেবা ফাউন্ডেশন জকিগঞ্জ শাখা। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে একটানা ৪০ দিন তাকবিরে উলার সাথে (প্রথম তাকবিরেই যুক্ত হওয়া) জামাতে নামাজ আদায় করে।

পুরস্কার জেতা শিশু-কিশোরদের মধ্যে সাইকেল পুরস্কার পেয়েছে ১৭ জন। অন্যদের ক্রেস্টসহ নানা পুরস্কার দেয়া হয়।

উম্মতে মোহাম্মদি সেবা ফাউন্ডেশন জকিগঞ্জের উদ্যোগে জকিগঞ্জ পৌর এলাকার আনন্দপুর বায়তুন নাজাত জামে মসজিদে মঙ্গলবার বিকেল ৩টার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, কয়েকদিন আগে উম্মতে মোহাম্মদি সেবা ফাউন্ডেশন জকিগঞ্জ ঘোষণা দিয়েছিল, শিশু-কিশোররা যদি একটানা তকবিরে উলার সাথে ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে তাদেরকে পুরস্কৃত করা হবে। সে ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার ৭৮ জন শিশু-কিশোর নামাজ আদায় শুরু করে। টানা ৪০ দিন নিয়মিত জামাতে নামাজ পড়েছে তারা।

বায়তুন নাজাত জামে মসজিদ কমিটির সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও উম্মতে মোহাম্মদি সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুশ শহীদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উম্মতে মোহাম্মদি সেবা ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কুদ্দুছ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর কামরুজ্জামান কমরু, মাওলানা বিলাল আহমদ, মাওলানা মাহমুদুর রহমান রায়হান, মাওলানা মামুনুর রশীদ।

এ সময় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক আব্দুল জলিলসহ এলাকার মুরব্বি ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করতে উম্মতে মোহাম্মদি সেবা ফাউন্ডেশন আয়োজিত এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। এমন ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে।


আরো সংবাদ



premium cement
গাজা যুদ্ধের মধ্যেই ১০০ শতাংশ ছাড়িয়েছে ইসরাইলের সামরিক ব্যয় মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা : কাদের গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ছেলে হারা মা সাথিয়ার কান্না যেন থামছেই না বৃষ্টির জন্য নারায়ণগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় প্রবাসী স্ত্রী থেকে প্রতারণার মাধ্যেমে দেড় লাখ টাকা চাঁদা আদায়, ছাত্রলীগ নেতাকে শোকজ কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট আশ্রয় নিলেন মিয়ানমারের আরো ৪৬ বিজিপি সদস্য

সকল