২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

শাল্লায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের মানব্কি সহায়তা

শাল্লায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের মানব্কি সহায়তা - ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই-শাল্লায় হিন্দু পরিবারের ঘর-বাড়িতে আগুন দেয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারের মাঝে জেলা প্রশাসন নগদ অর্থ সহায়তা দেয়া দিয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন নিজে উপস্থিত থেকে ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া টিন, নগদ অর্থ ও জেলা প্রশাসনের মানবিক সহায়তা দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বান্ডেল টিন এবং নগদ তিন হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯০টি পরিবারের মাঝে পাঁচ হাজার পাঁচ শ’ টাকা করে মানবিক সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়া ওই দিন স্থানীয় সংসদ সদস্য জয় সেন গুপ্তার পক্ষ থেকে ৯০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ পাঁচ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন নয়া দিগন্তকে বলেন, ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। আপনাদের কোনো ভয় নেই। সরকার আপনাদের পাশে আছে। এ ঘটনায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ৩০ কেজি করে চাল দেয়া হবে।

উল্লেখ্য, দিরাইয়ে হেফাজতে ইসলামের শানে রেসালত সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাসহ মামুনুল হক বক্তব্য রাখেন। পরে ১৬ মার্চ মঙ্গলবার ঝুমন দাশ আপন নামের এক হিন্দু যুবক মামুনুল হককে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিলে তা সাথে সাথে ভাইরাল হয়ে যায়। পরে বিক্ষোভের মুখে পুলিশ তাকে গ্রেফতার করে। ১৭ মার্চ বুধবার সকালে শাল্লার নয়াগাঁও হিন্দু পাড়ায় হামলার ঘটনা ঘটে। এই হামলার পেছনে স্বাধীন মেম্বারের উস্কানি কাজ করেছে বলে একটি ভিডিও বক্তব্যে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের লোকজন জানান। ঘটনার ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে হবিবপুর ইউপির চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম মামলা করেন। এরপর রাতে পুলিশ আরেকটি মামলা দায়ের করে।

শনিবার (২০ মার্চ) রাত ৩টায় মামলার প্রধান আসামি স্বাধীন মেম্বারকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেফতার করে পিবিআই। এ ঘটনায় দুটি মামলায় মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
গাজা যুদ্ধ নিয়ে প্রতিবাদ : নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ১৩৩ জন গ্রেফতার বিপজ্জনক মাত্রার অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকে বাঁচবেন কিভাবে বিয়ের বাজার শেষে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড সফরে যাচ্ছেন ভারতীয় ৩ সংস্থার মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান সাবেক শিবির নেতা সুমনের পিতার মৃত্যুতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের শোক গণকবরে লাশ খুঁজছেন শত শত ফিলিস্তিনি মা ভারতের লোকসভা নির্বাচনে আলোচনায় নেতাদের ভাই-বোন ও সন্তান সংখ্যা চীনে শতাব্দীর ভয়াবহ বন্যার শঙ্কা, ঝুঁকিতে ১৩ কোটি মানুষ ভারতের মাঝারি পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ৩ দিনের ব্যবধানে দ্বিতীয়বার চেন্নাইকে হারাল লক্ষৌ

সকল