২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

লাকী বেগমকে ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করেন তার স্বামী

লাকী বেগমকে ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করেন তার স্বামী - ছবি : নয়া দিগন্ত

গোলাপগঞ্জের বাঘা এলাকায় গৃহবধূ লাকী বেগমকে হত্যার ঘটনায় আটক স্বামী দানা মিয়াসহ তার অন্য সহযোগীদের গ্রেফতার করে শাস্তি দেয়ার দাবিতে বাঘা বাজারে মানববন্ধন করা হয়েছে। এ সময় সভায় বক্তারা বলেন, লাকী বেগমকে ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে তার স্বামী দানা মিয়া ওরফে দারা মিয়াসহ তার পরিবারের অন্য সহযোগীরা ছুরি দিয়ে এলোপাথাড়িভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ সময় তার পরিবারের অনেকেই এ অপকর্মে তাকে সহযোগিতা করেছে। মানববন্ধনে বক্তারা হত্যাকারী দানা মিয়া ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

রোববার বিকেল ৪টায় বাঘা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কামাল আহমদের সভাপতিত্বে ও বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি, গোলাপগঞ্জ প্রেসকাব সভাপতি আব্দুল আহাদ, প্রবীণ শিক্ষক গোলাপগঞ্জ পৌর প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো: নুরুল হক, বাঘা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম কলিম, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির সেলিম, উপজেলা বিএনপি নেতা আহাদুর রহমান কামরুল, জেলা ছাত্রলীগের সাবেক নেতা মিজানুর রহমান, প্রভাষক জাহিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামছুল আলম, পরগনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রেহান উদ্দিন, বাঘা ইউনিয়নের সাবেক মেম্বার সেবুল আহমদ, বাদেপাশা ইউপি সদস্য ললাই মিয়া, আমিন আলী মেম্বার, সাবেক ছাত্রনেতা হাবীব উল্লাহ দস্তগীর, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও বশির আহমদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement