২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হবিগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান সেলিম মেয়র নির্বাচিত

-

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে জেলা যুবলীগের সভাপতি নৌকা প্রতীকের প্রার্থী আতাউর রহমান সেলিম মেয়র পদে নির্বাচিত হয়েছেন। ১৩ হাজার ৪৪৩ ভোট পেয়ে তিনি মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজান পেয়েছেন ১০ হাজার ৪৯০ ভোট। ধানের শীষ প্রতীকের এনামুল হক সেলিম ৩ হাজার ২৪২ ভোট, ব্যবসায়ী নেতা শামসুল হুদা হাতপাখা প্রতীকে ৫৭৯ ভোট, মোবাইল ফোন ফোন প্রতীকে বশিরুল আলম কাউছার, ১৮১ ভোট, জগ প্রতীকে গাজী পারভেজ হাসান ১৬৫ ভোট পেয়েছেন। রোববার হবিগঞ্জে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোনো গোলযোগের সংবাদ পাওয়া যায়নি। ভোর থেকেই হবিগঞ্জ শহরকে নিশ্চিন্দ্র নিরাপত্তা বেস্টনীতে নিয়ে আসে প্রশাসন। পৌর এলাকায় ভোটার ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।

৬ জন মেয়র প্রার্থী, ৩৯ জন কাউন্সিলর প্রার্থী, ১৭জন মহিলা কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন। হবিগঞ্জ পৌরসভার কাউন্সিল পদে ১নং ওয়ার্ডে বিএনপি নেতা আবুল হাসিম, ২নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা মোঃ জাহির মিয়া, ৩নং ওয়ার্ডে পান্না শীল, ৪নং ওয়ার্ডে মোঃ জুনাইদ, ৫নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা গৌতুম কুমার রায়, ৬নং ওয়ার্ডে যুবদল নেতা টিপু আহমেদ, ৭নং ওয়ার্ডে যুবদল নেতা সালাহ উদ্দিন টিটু, ৮নং ওয়ার্ডে আলা উদ্দিন কদ্দুছ, ৯নং ওয়ার্ডে যুবদল নেতা সফিকুর রহমান সিতু নির্বাচিত হন। ১,২,৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসাবে প্রিয়াংকা সরকার, ৪, ৫,৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসাবে খালেদা জুয়েল, ৭, ৮, ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসাবে সুমা জামান নির্বাচিত হন। রাত ৮টার দিকে জেলা নির্বাচন অফিসে সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।


আরো সংবাদ



premium cement