২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সিলেটে আসা প্রবাসীরা উঠলেন ৭ হোটেলে

-

বিদেশ থেকে বৃহস্পতিবার আসা ১৫৭ জন প্রবাসী উঠেছেন সিলেটের সাতটি আবাসিক হোটেলে। এসব হোটেলে তারা চার দিনের বাধ্যতামূলক প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করবেন।

১৫৭ জনের মধ্যে হোটেল ব্রিটেনিয়ায় ২৬, হোটেল অনুরাগে ৪৭, হোটেল নূরজাহান ২১, হোটেল হলিগেটে ২৭, হোটেল হলি সাইডে ৭, হোটেল স্টার প্যাসিফিকে ৫ ও হোটেল লা রোজে ২৪ জন প্রবাসী উঠেছেন।

এতথ‍্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে করে ১৮০ জন প্রবাসী সিলেট বিমানবন্দরে অবতরণ করেন। এর মধ্যে ১৫৭ জনকে সিলেটে রেখে বাকি ২৪ যাত্রী নিয়ে বিমান সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ওসমানী বিমান বন্দর ত্যাগ করে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটের ১৫৭ জন যাত্রী নামার পরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চার দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালনের জন্য সরকারের নির্ধারিত বাসযোগে সিলেট নগরীর সাতটি হোটেলে নিয়ে যাওয়া হয়।


আরো সংবাদ



premium cement