২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ক্রেতার ছদ্মবেশে ইউএনও’র অভিযান, ২ পাখি বিক্রেতাকে দণ্ড

- নয়া দিগন্ত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ক্রেতার ছদ্মবেশে উপজেলা নির্বাহী অফিসার অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই পাখি বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছেন। ওই দুই পাখি বিক্রেতার নিকট থেকে উদ্ধারকৃত ১২টি পাখি হাওরের আকাশে অবমুক্ত করা হয়।

জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নোয়াগড় এলাকায় আজমিরীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মো: মতিউর রহমান খান ক্রেতার বেশে অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে গ্রামের জনাব আলীর ছেলে মো: আলমগীর মিয়া (২৩) ও একই গ্রামের ফারুক মিয়ার ছেলে লুতু মিয়াকে (২০) ১২টি বকসহ আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে দু'জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মতিউর রহমান খান বলেন, বন্য প্রাণী (সংরক্ষণ) আইন, ২০১২ অনুযায়ী আটককৃতদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদানের পাশাপাশি উদ্ধারকৃত ১২টি পাখি হাওরের আকাশে অবমুক্ত করা হয়েছে। অতিথি পাখি রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement