১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ছাড়াল

সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ছাড়াল -

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে। সেখানকার দুই ল্যাবে আরও ৭৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৬৬ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে আটজনের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।

ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, রোববার তাদের ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট জেলার ৪৩, হবিগঞ্জের পাঁচ ও মৌলভীবাজারের ১৮ জনের শরীরে করোনা ধরা পড়েছে।

এদিকে, শাবির জিইবি বিভাগের সহযোগী অধ্যাপক মো: হাম্মাদুল হক জানান, তাদের ল্যাবে রোববার ২১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আটজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তারা সিলেট জেলার বাসিন্দা।

এ নিয়ে রোববার রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৩৬০, সুনামগঞ্জে ১ হাজার ৫১২, হবিগঞ্জে ১ হাজার ১৯০ এবং মৌলভীবাজারে ১ হাজার ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৪৭ জন এবং রোগ থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৭ জন।

গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

পুরো দেশের চিত্র: রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা জানান, ঈদের দিনের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যুর মধ্যে দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৫৪ জনে। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ হাজার ৬৭৯ এবং নারী ৬৭৫ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর দেশে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন।

সূত্র: ইউএনবি


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল