২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তাহিরপুরে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী যুবককে নির্যাতন

তৌফিক মিয়া - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গাছ থেকে লেবু ছেঁড়ার কারণে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক যুবককে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মুরাদ মিয়া ও সাজিদুর রহমান নামে দুই ব্যক্তির বিরুদ্ধে।

আহত প্রতিবন্ধী যুবকের নাম মো: তৌফিক মিয়া। তিনি সদর ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামে।

এঘটনায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাবেক ইউপি সদস্য জোসেফ আখঞ্জি তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, প্রতিবন্ধী যুবক তৌফিক মিয়া প্রতিদিন লোকজনের কাছ থেকে চেয়ে তার নিজের খাবার সংগ্রহ করেন। বৃহস্পতিবার সকালে বাজারে যাওয়ার পথে তিনি ঠাকুরহাটি গ্রামের রাস্তার পাশে মৃত শামছুল হকের বাড়ির গাছ থেকে লেবু ছিড়ে হাতে নেন। বিষয়টি দেখে ফেলেন শামছুল হকের ছেলে মুরাদ মিয়া ও সাজিদুর রহমান। এ সময় তারা রেগে গিয়ে তৌফিককে বেঁধে লাঠিপেটা করেন। এতে প্রতিবন্ধী তৌফিকের বুক, পিঠ ও হাতে রক্তাক্ত জখম হয়।

ঘটনা শুনে গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য জোসেফ আখঞ্জি তাকে বৃহস্পতিবার ইউএনও কার্যালয়ে নিয়ে আসেন।

জোসেফ আখঞ্জি বলেন, লেবু ছেঁড়ার অপরাধে প্রতিবন্ধী যুবককে বেঁধে রক্তাক্ত পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। এ ঘটনায় আমার হৃদয় রক্তাক্ত হয়েছে, তাই আইনের মাধ্যমে এর সুষ্ঠু বিচার চাই।

লাঠিপেটার ঘটনা অস্বীকার করে অভিযুক্ত মুরাদ মিয়া বলেন, তৌফিক ভোরবেলা কাঁঠাল চুরি করতে এসেছিল। কোনো ভুল হলে গ্রামবাসী নিয়ে সংশোধন করব। আসলে আমরা সবাই প্রতিবেশী।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, প্রতিবন্ধী যুবক তৌফিককে মারধর করে আহত করার পর স্থানীয় একজন তাকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এ নিয়ে জোসেফ আখঞ্জি নামে এক ব্যক্তি বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অপরাধীকে শিগগিরই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


আরো সংবাদ



premium cement
মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান

সকল