২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শায়েস্তাগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

আব্দুল হাসিম জারুন - ছবি : সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউপির ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আব্দুল হাসিম জারুনের বিরুদ্ধে কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

জানা যায়, আব্দুল হাসিম জারুন কর্মসৃজন প্রকল্পের জন্য ১ লাখ ৬৩ হাজার ৮০০ টাকা বরাদ্দ পান। এর মধ্যে তিনি ছয়জনকে ৪ হাজার টাকা করে ২৪ হাজার টাকা আর ১৫ জনকে ৩ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা প্রদান করে মোট ৬৯ হাজার টাকা খরচ করছেন। এতে তিনি প্রকল্পের অবশিষ্ট ৯৪ হাজার ৮০০ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ।

কর্মসৃজন প্রকল্পের শ্রমিক আমেনা খাতুন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এ অভিযোগটি করেছেন।

এই ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে ইউপি সদস্য আব্দুল হাসিম জারুন সেখান থেকে পালিয়ে যান।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, আমি এ ঘটনা জেনেছি এখনো মামলা হয়নি। মামলা হলে আমরা ব্যবস্থা নিব।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমি আক্তার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি টাকা আত্মসাত করে কেউ বাঁচতে পারবে না। আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ইউপি সদস্য পালিয়ে যান। তার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement