২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শায়েস্তাগঞ্জে করোনার উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

-

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জাহিদুর রহমান খোকন (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে জ্বর ও শ্বাসকষ্টে তার মৃত্যু হয়।

তিনি উপজেলার নুরপুর ইউপির পশ্চিম নুরপুর গ্রামের শেখ দাউদুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নুরপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো: আছকির মিয়া।

পরিবার সূত্রে জানা যায়, গত ৫-৬ দিন যাবত তিনি জ্বর ও শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন।

জাহিদুর রহমান খোকন সুতাং বাছিরগঞ্জ বাজারে একটি হোমিওপ্যাথিক দোকানের মালিক এবং পল্লী চিকিৎসক ছিলেন।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় এলাকাবাসী বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও সিভিল সার্জনকে অবগত করেন।

এ ব্যাপারে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা: মুখলিছুর রহমান উজ্জল জানান, মৃত ব্যক্তির শরীরে তিন ঘণ্টা পর্যন্ত করোনাভাইরাস সজীব থাকে। তাই তিন ঘণ্টা পরে পরীক্ষা করলে ফলাফল নেগেটিভ আসে। সিভিল সার্জন অফিসে মৃত্যুর সংবাদ বিলম্বে পৌঁছানোর কারণে উনার নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।


আরো সংবাদ



premium cement