২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

হবিগঞ্জে করোনা উপসর্গ গোপন করে যুবকের মৃত্যু

হবিগঞ্জে করোনা উপসর্গ গোপন করে যুবকের মৃত্যু - ফাইল ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে করোনার উপসর্গ নিয়ে সুমন মোহন্ত (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ থাকার পরও আত্মগোপনে থেকে নিজেকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছেন তিনি। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন সুমনের স্ত্রী।

 

জানা যায়, সুমন মোহন্ত একটি প্রাইভেট কোম্পনির বিক্রয় প্রতিনিধির কাজ করতেন। তিনি শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বাহুবল এলাকার দায়িত্বে ছিলেন।  শায়েস্তাগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মোহন্ত গত কয়েকদিন যাবত করোনা উপসর্গে ভূগছিলেন। বিষয়টি গোপন রেখে নিজ বাসায় ছিলেন তিনি। তার অবস্থার অবনতি হলে খবর পেয়ে গ্রামের বাড়ি থেকে স্ত্রী, স্বজনরা এসে রোববার দিবাগত রাত ৩টার দিকে প্রাইভেট গাড়িতে করে তাকে ঢাকায় নেয়।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার বলেন, পৌরসভার মেয়রের কাছ থেকে শুনেছি এবং সুমন মোহন্ত নামের ওই ব্যক্তি যে বাসায় থাকতেন সেই বাসার অন্যদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য থানা পুলিশকে বলেছি।


আরো সংবাদ



premium cement