২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

সারাদেশ লকডাউনে গেলেও বিরতি নেই চা শ্রমিকদের

সারাদেশ লকডাউনে গেলেও বিরতি নেই চা শ্রমিকদের - ছবি: নয়া দিগন্ত

দুনিয়াব্যাপি ছড়িয়ে পড়া কোভিড -১৯ করোনাভাইরাস প্রদুর্ভাবের কারণে মৌলভীবাজারের রাজনগরে মাথিউড়া চা বাগানে নিরাপত্তার জন্য কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছেন চা বাগানের শ্রমিকরা

এ দাবি জানিয়ে রোববার সন্ধ্যায় এক মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। শ্রমিকদের মধ্যে করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সকল শ্রমিকদের মাঝে মাক্স, সাবান বিতরণ নিশ্চিত করার দাবি জানান তারা। দু’এক দিনের মধ্যে বাগান বন্ধ ঘোষণা না করলে ধর্মঘটের দিকে যাওয়ারও হুমকি দেন শ্রমিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, শহর-বন্দরে যখন জীবানু নাশক স্প্রে করা হচ্ছে, তখন পিছিয়ে পড়া চা শ্রমিক জনগোষ্টি মাক্স ব্যবহার ও সাবান দিয়ে হাত ধোয়া থেকে বঞ্চিত রয়েছেন। হাড়ভাঙা শ্রম দিয়ে যারা চা শিল্পকে সমৃদ্ধ করেছেন, তাদের প্রতি মালিক পক্ষ সামান্য দয়া মায়া প্রর্দশণও করছে না। সারাদেশ লকডাউন হলেও বাগান কেন বন্ধ দেওয়া হচ্ছে না এমন প্রশ্ন তাদের।

এ কর্মসূচির সাথে একমত পোষণ করে একই উপজেলার ইটা চা বাগানের পঞ্চায়েত সভাপতি নাসিম আহমদ বলেন, বাগান বন্ধ না দিলে আমরা ধর্মঘটের দিকে যাব।


আরো সংবাদ



premium cement