২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

শ্রীমঙ্গলে ‘কোয়ারেন্টাইন’ না মানায় দুই প্রবাসীর জরিমানা

শ্রীমঙ্গলে ‘কোয়ারেন্টাইন’ না মানায় দুই প্রবাসীর জরিমানা - সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘হোম কোয়ারেন্টাইনের’ সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) ডা. সাজ্জাদুর রহমান নয়া দিগন্তকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি রুমে ৮টি বেড ‘আইসোলেশন’ এর জন্য প্রস্তুত রাখা হয়েছে। আক্রান্ত রোগিকে চিকিৎসা সেবা দেবার জন্য ডাক্তার নার্সদের সমন্নয়ে একটি টিম গঠন করা হয়েছে। ইতিমধ্যে তাদের ব্যবহারের জন্য সকল সরঞ্জামাদি স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছেছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে এদের শরীর পরীক্ষা করে করোনাভাইরাসের (কোভিড-১৯) কোনো লক্ষণ পাওয়া যায়নি।

এদিকে ‘কোয়ারেন্টাইন’ না মানায় বৃহস্পতিবার দুই প্রবাসীকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রবাসী দুই’জনই বাইরাইন থেকে দেশে এসেছেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন জানান, ‘হোম কোয়ারেন্টাইন’ না মেনে তারা বাসার বাইরে বের হওয়ায় তাদেকে এ জরিমানা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement