১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

- ছবি : নয়া দিগন্ত

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন।

বুধবার (১০ জুলাই) দেশটির উদ্ধাকারী সংস্থা রেসকিউ ১১২২ এই তথ্য জানিয়েছে।

রেসকিউ ১১২২ এক বিবৃতিতে জানিয়েছে, নীলম জেলায় একটি যাত্রীবাহী ভ্যান খাদে পড়ে যায়।

এতে আরো বলা হয়, জেলার পাহাড়ি এলাকায় চালক তীব্র বাঁক নেয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীদের লাশ উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতাল থেকে লাশগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

খারাপ রাস্তা, সড়কে নিরাপত্তার নিয়ম না মানা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement