১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উত্তরপ্রদেশে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে নিহত ১৮

উত্তরপ্রদেশে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে নিহত ১৮ - ফাইল ছবি

ভোররাতে সকলে তখন ঘুমে আচ্ছন্ন। হাইওয়ের উপর দিয়ে ছুটছিল এক্সপ্রেস বাস। আচমকাই একটি দুধের ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা। উল্টে যায় বাসটি। বুধবার ভোররাতে ভারতের উত্তরপ্রদেশের উন্নাওয়ের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৮ জন। তাদের মধ্যে শিশুও রয়েছে। আহত আরো অনেকে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় বুধবার ভোর ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। দূরপাল্লার বাসটি মঙ্গলবার রাতে বিহার থেকে ছাড়ে। গন্তব্য ছিল দিল্লি। ভোরবেলা লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময়ই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বেহতা মুজাওয়ার এলাকায় এসে একটি দুধের ট্যাঙ্কারে পিছন থেকে এসে ধাক্কা মারে বাসটি। ট্যাঙ্কার এবং বাস, দুটিই উল্টে যায় রাস্তার উপর।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 


আরো সংবাদ



premium cement