মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, গুরুতর আহত নিরাপত্তাকর্মী
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জুন ২০২৪, ০৮:০৩
ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর কনভয়ে বিরাট হামলা হয়েছে। সোমবার সন্দেহভাজন কুকি উগ্রবাদীরা কাংপোকপি জেলায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নিরাপত্তা কনভয়ে অতর্কিত হামলা চালায়। এই হামলায় এক জওয়ান আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে যে কনভয়টি সহিংসতাপ্রভাবিত জিরিবাম জেলার দিকে যাচ্ছিল। পুলিশ সূত্রে জানা গেছে যে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালানো হয়েছিল, তারপরে নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দেয়।
হামলার সময় অন্তত এক সেনাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলেই খবর। প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী বীরেন সিং এখনো দিল্লি থেকে ইম্ফল পৌঁছাননি। শনিবার জিরিবামের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সন্দেহভাজন উগ্রবাদীরা জিরিবামে দুটি পুলিশ আউটপোস্ট, বন বিভাগের অফিস এবং অন্তত ৭০টি বাড়িতে আগুন জ্বালিয়েছে।
জানা গেছে আহত পুলিশকর্মীর নাম মোইরাংথেম আজেশ (৩২)। তার ডান কাঁধে গুলি লেগেছে এবং তাকে ইম্ফলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বছরের ৩ মে থেকে মণিপুরের চলছে জাতিগত সংঘাত। উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকে শত শত মানুষ অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একটি বড় দল মোতায়েন করা হয়েছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা