নীতিশ-নাইডুকে পাশে বসিয়ে বৈঠকে মোদি, নিলেন লিখিত সমর্থন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জুন ২০২৪, ২০:৫৭, আপডেট: ০৫ জুন ২০২৪, ২২:০৭
তৃতীয় মেয়াদে সরকার গঠনের জন্য বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ বুধবার (৫ জুন) রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় মোদির পাশে বিশেষ গুরুত্বের সাথে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী কে চন্দ্রবাবু নাইডু। এছাড়া বিজেপির অপর দুই শীর্ষ নেতা অমিত শাহ এবং জে পি নাড্ডাসহ এনডিএ জোটের সব শরিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে এনডিএ শরিকদের উপরই নির্ভর করতে হবে মোদি-অমিত শাহদের। এই প্রেক্ষাপটে বুধবার এনডিএ শরিকদের বৈঠক হয়।
এনডিএ-র একটি সূত্র জানিয়েছে, সরকার গঠনে নীতিশ এবং চন্দ্রবাবু নাইডু দু’জনই লিখিতভাবে সমর্থন দিয়েছেন বিজেপিকে। রাষ্ট্রপতির কাছে মোদির সাথে তারাও যেতে পারেন। সূত্রটির দাবি, এনডিএ বৈঠকে সরকার গঠন নিয়ে মোদিকে নীতিশ বলেন, ‘তাড়াতাড়ি করুন! সরকার গঠনে দেরি করবেন না।’
এনডিএ সূত্রের দাবি, বৈঠকে স্থির হয়েছে যে বুধবার রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানানোর পর শুক্রবার মোদিকে এনডিএ-র সংসদীয় দলনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবারই প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন মোদি।
সূত্র : আনন্দবাজার
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা