কৃষ্ণজন্মভূমি মথুরায় বিজেপির ‘ইজ্জত’ রক্ষা করলেন হেমা মালিনি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জুন ২০২৪, ১২:৫৩
‘কৃষ্ণের গোপিনী’ হেমা মালিনি জিতলেন। উত্তরপ্রদেশের মথুরা কেন্দ্র থেকে শোলের বাসন্তী টাঙ্গার একটিও চাকা না ভেঙে ভরাডুবির ভোটবাজারে ইজ্জত রক্ষা করলেন বিজেপির। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মুকেশ ধাঙ্গরকে ২ লাখ ৯৩ হাজার ৪০৭ ভোটে হারিয়ে দেন ধর্মেন্দ্রর ‘ড্রিমগার্ল।’
ভোটপ্রচারে নেমে নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের গোপী বলে পরিচয় দিয়েছিলেন প্রবীণ অভিনেত্রী তথা কৃষ্ণজন্মভূমি মথুরার বিজেপি প্রার্থী হেমা মালিনি। মথুরার সংসদ সদস্য হেমা এই নিয়ে তৃতীয়বার প্রার্থী হয়েছেন।
হেমার দাবি, আমি নামযশ কামানোর জন্য রাজনীতিতে আসিনি। অন্য কিছু আমদানির জন্য পতাকা হাতে ধরিনি। আমি কৃষ্ণের গোপি। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসী মাত্রেই ভালোবাসেন, স্নেহ করেন। সে কারণে ব্রজবাসীদের জন্য কিছু করতে পারলেই তার উপর কৃষ্ণের অপার করুণা ও আশীর্বাদ ঝরে পড়বে জানান অভিনেত্রী।
হেমার আরো দাবি, আমি গত ১০ বছর ধরে ব্রজবাসীদের সেবা করে আসছি। তৃতীয়বারের জন্য ব্রজবাসীদের সেবা করার সুযোগ দেয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জে পি নাড্ডাকে ধন্যবাদ জানান শোলের বাসন্তি।
তিনি বলেন, ব্রজ চুরাশি ক্রোস পরিক্রমা প্রকল্প খুব খারাপ অবস্থায় পড়ে রয়েছে। ওই কাজ সম্পূর্ণ করাই হবে আমার প্রধান কাজ। মথুরাকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে চাই। ব্রজ চুরাশি ক্রোস পরিক্রমার জন্য কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করায় তাকেও ধন্যবাদ জানান তিনি। এই প্রকল্পে আরো ৬ হাজার কোটি টাকা লাগবে।
সাদা-কালো থেকে রঙিন এবং ডিজিটাল সিনেমা, এই যুগে অভিনয় করা ড্রিমগার্লের দাবি, রাস্তাঘাটের উন্নতি হলে পর্যটন ব্যবস্থার উন্নতি হবে। ফলে কর্মসংস্থান বাড়বে। যমুনা নদীর সংস্কারের গুরুত্বের কথাও জোর দিয়ে বলেন হেমা।
তিনি বলেন, গঙ্গা নদী অ্যাকশন প্ল্যানে অনেক কাজ হলেও যমুনা আগের মতোই উপেক্ষিত থেকে গেছে।
সূত্র : দ্যা ওয়াল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা