মোদির কারণেই নির্বাচনে বিজেপির খারাপ অবস্থা!
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জুন ২০২৪, ১৬:৫৭
ভারতের জাতীয় নির্বাচনে (লোকসভা) এখন পর্যন্ত প্রকাশিত ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন দল বিজেপি আশানুরূপ ফলাফল করতে পারেনি। বরং উল্টো অপ্রত্যাশিতভাবে এগিয়ে যাচ্ছে প্রধান বিরোধী দল কংগ্রেসসহ বিরোধীরা।
কিন্তু বিজেপির এই পিছিয়ে পড়ার কারণ কী?
রাজনৈতিক বিশেষজ্ঞ গিলস ভার্নিয়ার বলছেন, এ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাজি ধরা বিজেপির জন্য বুমেরাং হয়েছে।
আলজাজিরাকে তিনি বলেন, তারা মোদিকে প্রধান ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করেছিল। কিন্তু বিষয়টা তাদের জন্য বুমেরাং হয়েছে।
মোদি তৃতীয় মেয়াদে হয়তো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিন্তু এটি প্রধানমন্ত্রী হিসেবে তার ব্যক্তিগত পরাজয়ই বলা চলে।
বিজেপিকে এখন সংখ্যাগরিষ্ঠতার জন্য জোট গঠন করতে হবে। তারা জনতা দল-ইউনাইটেড ও তেলেগু দেশম পার্টির সাথে জোট করে হয়তো সরকার গঠন করতে পারবে। এর মানে হলো তাদের প্রথমবারের মতো শরিক দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।
ভার্নিয়ার্স বলেন, ‘এটা একটা বিপত্তি। এখন তাদেরকে (বিজেপি) আরো বেশি সমঝোতামূলক হতে হবে এবং ক্ষমতা ভাগাভাগি করতে হবে। গত কয়েক বছর ধরে তাদের চালিয়ে যাওয়া কর্তৃত্ববাদে পতন ঘটবে।’
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা