১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতে ভোট গণনা করা হয় কিভাবে, কারা করেন

ভারতে ভোট গণনা করা হয় কিভাবে, কারা করেন - সংগৃহীত

লোকসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ ছাড়াও পোস্টাল ব্যালট ও কাগজের ব্যালটে ভোট নেয়া হয়।

গণনাকেন্দ্রে ভোট গণনা শুরু হয় প্রথমে পোস্টাল ও পেপার ব্যালটগুলোর মাধ্যমে, তাতে কেন্দ্রভেদে আধঘণ্টা থেকে এক ঘণ্টাও সময় লেগে যেতে পারে।

ফলে সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হলেও ইভিএম ভোট গণনা শুরু হতে হতে প্রায় ৯টা বেজে যায় বেশিরভাগ কেন্দ্রেই।

প্রতি দফার ভোট শেষ হওয়ার পরই ইভিএমগুলো সিলগালা করে কড়া নিরাপত্তার মধ্যে বিভিন্ন সংসদীয় কেন্দ্রের স্ট্রংরুমে বা নিরাপদ কক্ষে রাখা হয়ে থাকে।

গণনার দিন সকালে সেই ইভিএমগুলো স্ট্রংরুম থেকে বের করে গণনা কেন্দ্রে এনে সব অংশগ্রহণকারী রাজনৈতিক দল বা প্রার্থীর প্রতিনিধিদের সামনে তার সিল ভাঙা হয়।

প্রতিটি ইভিএমের ‘কন্ট্রোল ইউনিট’ ভালো মতো সিল করা ছিল কি না, সঠিকভাবে কাজ করছে কি না- গণনা শুরু করার আগে তা বারবার ভালো করে পরীক্ষা করে ও সব দলের প্রতিনিধিদের সম্মতি নিয়েই গণনা প্রক্রিয়া শুরু করার কথা।

প্রতিটি কেন্দ্রে গণনার প্রক্রিয়াটি পরিচালনা করেন ‘কাউন্টিং সুপারভাইজর’ ও ‘কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট’ যাদের নিয়োগ করেন ওই সংসদীয় আসনের রিটার্নিং অফিসার।

ইভিএমের কন্ট্রোল ইউনিটে প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত ভোট এক এক করে দেখানো হতে থাকে।

এক দফায় ১৪টি ইভিএম পরপর গণনা শেষে এক একটি রাউন্ডের ফল ঘোষণা করা হয় এবং তারপর আরো ১৪টি ইভিএম গণনা শেষ হলে ঘোষিত হয় পরবর্তী রাউন্ডের ফল।

এইভাবে সব ইভিএম গণনা শেষে ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন এবং সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থীর হাতে নির্বাচন কমিশনের তরফে বিজয়ীর সার্টিফিকেট তুলে দেন।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement