আরেকটি গুরুত্বপূর্ণ মামলায় খালাস পেলেন ইমরান খান
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ জুন ২০২৪, ১৮:২৯
বহুল আলোচিত সাইফার মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও দলের ভাইস-চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।
সোমবার (৩ জুন) ইমলামাবাদ হাইকোর্টের (এএইসসি) প্রধান বিচারপতি আমির ফারুক এবং বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের দুই সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
পিটিআই প্রধান ইমরান খান এবং দলের ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশিকে এই বছরের জানুয়ারিতে সাইফার মামলায় ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। অভিযোগ ছিল, সাবেক এই প্রধানমন্ত্রী ওয়াশিংটনে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতের ইসলামাবাদ সরকারের কাছে পাঠানো একটি গোপন নথির বিষয়বস্তু প্রকাশ্যে এনেছিলেন।
গত ১৫ মে ১৯০ মিলিয়ন পাউন্ড ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) নিষ্পত্তির রেফারেন্সে আইএইচসি তার জামিনের আবেদন মঞ্জুর করেন। এর কয়েকদিন পরে পিটিআই প্রতিষ্ঠাতার জন্য সর্বশেষ এই স্বস্তির খবর আসে।
আইএইচসি প্রধান বিচারপতি, বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে একটি দুই সদস্যের বেঞ্চ, জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) করা রেফারেন্সে পিটিআইয়ের প্রতিষ্ঠাতার জামিনের আবেদন মঞ্জুর করেছে।
সূত্র: জিও নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা