১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বেও পশ্চিমবঙ্গে সহিংসতা

ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বেও পশ্চিমবঙ্গে সহিংসতা - সংগৃহীত

ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বে ৫৮টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। পশ্চিমবঙ্গ যতারীতি অশান্ত।

দিল্লি-সহ ছয় রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ষষ্ঠ পর্বের ভোট হচ্ছে। দিল্লির সাতটি আসনেই শনিবার ভোটগ্রহণ হচ্ছে। বেলা ১১টা পর্যন্ত ৫৮টি কেন্দ্রে গড়ে ভোট পড়েছে প্রায় ২৬ শতাংশ। তবে পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৩৭ শতাংশ।

পশ্চিমবঙ্গে সহিংসতা
পশ্চিমবঙ্গের বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া বিষ্ণুপুরে ভোট হচ্ছে।

ডিডাব্লিউ বাংলার প্রতিনিধি স্যমন্তক ঘোষ জানাচ্ছেন, আটটি কেন্দ্র থেকেই অশান্তির খবর আসছে। কেশপুরে হিরণকে আটকে দেয়ার খবর এসেছে। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় উত্তেজনা রয়েছে। মহিষাদলে একজন খুন হয়েছেন। নন্দীগ্রামে বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে।

সোনাচূড়ার মনসাবাজারে ডিডাব্লিউর গাড়ি আটকে সাধারণ মানুষ বলেন, তাদের ভোট দিতে দেয়া হচ্ছে না। বৃহস্পতিবার রাতে যেখানে খুন হয়েছে, সেখানে বিজেপি ভোট দিতে দিচ্ছে না বলেও অভিযোগ ওঠে।

বিজেপি’র অভিযোগ, তৃণমূল বিভিন্ন জায়গায় মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছে।

সকাল থেকেই কেশপুর উত্তপ্ত ছিল। হিরণের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হতে থাকে। রাস্তায় খড় ফেলে আগুন ধরানো হয়।

দাঁতনে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। কোশিয়াড়িতে বিজেপি এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ ওঠে। পরে হিরণ গিয়ে তাকে আবার বুথে ঢোকান।

তৃণমূল অভিযোগ করেছে, নন্দীগ্রামে বিজেপি ছাপ্পা ভোট দিচ্ছে। ঘাটালে অশান্তির খবর পেয়ে দেব বাইকে করে সেখানে যান।

ভোট দিলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু এদিন ভোট দিয়েছেন।

ওড়িশার ভুবনেশ্বরে ভোট দেন নবীন পট্টনায়েক।

দিল্লিতে সোনিয়া গান্ধি, রাহুল, প্রিয়ঙ্কা, তার স্বামী রবার্ট ও তাদের দুই সন্তান একসাথে দিল্লিতে ভোট দেন। তারপর রাহুল গান্ধি সেলফিও তোলেন। তবে অপেক্ষমান সাংবাদিকদের সাথে তারা কথা বলেননি।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ভোট দিয়েছেন।

মেহবুবার বিক্ষোভ
জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি শনিবার কাশ্মিরে বিক্ষোভ দেখান। তার দলের নেতা ও কর্মীদের আটক করার অভিযোগে তিনি বিক্ষোভ দেখান।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
টানা জয়ে শীর্ষে রংপুর, প্রত্যাবর্তনের ম্যাচে শান্তর ৮০ ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত : রেজাউল করিম টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চান সৌম্য ইসরাইল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির আবাহনীকে হারিয়ে শীর্ষে মোহামেডান ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাফিক আইন লঙ্ঘন : ডিএমপিতে ২ দিনে ১৭৯৯ মামলা কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি : নূরুল ইসলাম বুলবুল বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হচ্ছে রোববার বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদের বিকাশ ঘটছে! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে আমির

সকল